আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর আলমডাঙ্গার ক্যানেলপাড়া ও ফরিদপুর গ্রামে এক অভিযান চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন ও ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ দু মাদকবিক্রেতা জাহিদ ও মিনুয়ারা খাতুনকে গ্রেফতার করেছে। তাদেরকে আজ মাদক আইনে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, আলমডাঙ্গার ক্যানেলপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মাদকসম্রাট নামে পরিচিত জাহিদ দীর্ঘদিন ধরে ক্যানেলপট্রি এলাকায় অবাধে হেরোইন বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণের উপপরিচালক লাকিয়া খানম সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যানেলপট্রিতে জাহিদের বাড়িতে এক অভিযান চালায়। এ সময় তার কাছে থাকা ২শ’ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। অপরদিকে উপজেলার ফরিদপুর গ্রামে আরো একটি অভিযান চালিয়ে ২শ’৫০ গ্রাম গাঁজাসহ আমিরুলের স্ত্রী মিনুয়ারাকে গ্রেফতার করে। তাদের মাদক আইনে আজ আদালতে সোপর্দ করা হবে।