স্টাফ রিপোর্টার: ঈদের আগে তো পাননি, ছুটি শেষে এক সপ্তাহ পরও অনেক জেলা-উপজেলায় জুলাই মাসের বেতন পাননি বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা। এমপিওর (বেতনের সরকারি অংশ) টাকা না পেয়ে শিক্ষক-কর্মচারীদের অধিকাংশই দিন কাটছে ধার বাকির ওপর। সপ্তার শেষ কর্মদিবস বৃহস্পতিবারও বেতন না পেয়ে দেশের সবচেয়ে বড় এ পেশাজীবী গোষ্ঠী আবারো ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। ওইদিন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এমপিও বণ্টনকারী ব্যাংকের শাখাগুলোতে বেতনের জন্য সারাদিন শিক্ষক-কর্মচারীরা অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ প্রতীক্ষার পরও বেতনের টাকা উত্তোলন করতে না পেরে শিক্ষক-কর্মচারীরা শূন্য হাতে ঘরে ফিরে গেছেন। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার আবারো বেতনের জন্য ব্যাংকে যাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।