মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে চোরাই মোটরসাইকেলসহ ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দত্তনগর এলাকার বোয়ালিয়া মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- জীবননগরের হাসাদহ গ্রামের আব্দুস সালামের ছেলে দবির (২৪), মাগুরা মোহাম্মদপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর (১৮), খালিশপুরে শ্রী রাজ কুমারের ছেলে আনন্দ কুমার (১৮) ও মারুফদাহ গ্রামের সাইদুর রহমানের ছেলে সৌভন (১৯)। মহেশপুর থানার ডিউটি অফিসার এসআই জামান জানান, শুক্রবার রাতে দত্তনগর এলাকার বোয়ালিয়া মাঠ নামক স্থানে স্থানীয় জনতা ওই ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ১টি ১০০ সিসি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।