টিপ্পনী:

  খবর: (রাজন হত্যা : কামরুলসহ চার আসামির ফাঁসি হাইকোর্টে বহাল)   তোমরা ছিলে মানুষ নামের কীট সারা জীবন করলে মাতুব্বরি শেষে হলে লাল দালানে ফিট তীরে এসেও ডুববে রোধ হয় তরী।   গোঁজের গোড়ায় পড়োনি এর আগে তাই ছিলো খুব মুখে মধুর হাসি বুঝে দেখো এখন কেমন লাগে ক’দিন পরে ঝুলবে গলায় ফাঁসি।  … Continue reading টিপ্পনী:

টপ্পিনী:

  খবর: (তস্তিা নয়িে মোদতিইে ভরসা) দদিি বলনে সব নয়িে যাও পানরি কথা বাদ দাও, তস্তিা নয়িে গদি গয়েোনা কাজে কামে হাত দাও। পানি ছাড়া চুক্তি করাে দশেরে কোনো লাভ নইে রাতারাতি ধনী হওয়ার মধ্যে কোনো ভাব নইে। একলা একা দদিি আমার ফুলে ফঁেপে মোটা হয় এসব কথা বলা মানইে এককে বারইে খোটা হয়। এগয়িে… Continue reading টপ্পিনী:

টপ্পিনী:

খবর: (মহেরেপুরে এক বছরে ১২২২ তালাক) হচ্ছে বয়িে হচ্ছে তালাক কাজি সাহবে বজোয় চালাক বাল্যবয়িরে বহর ছোটায় লোকে এখন গলায় গলাক। আজকে যদি তালাক হলো কালকে বয়িে পড়ায় হারাম হালাল পরস্থিতিি কোন বধিানে গড়ায় ইচ্ছে করে এমন কাজি দু হাত দয়িে চড়াই। দশ বছররে ছলেরে বয়িে সাত বছররে ময়েে দচ্ছিে বয়িে খুব গোপনে পয়সা কড়ি… Continue reading টপ্পিনী:

টিপ্পনী:

খবর: (লাইসেন্স ও প্রয়োজনীয় ডাক্তার ছাড়াই চলছে বামন্দীর নিউ সনো হাসপাতাল) লাইসেন্স করা নেই নেই নার্স ডাক্তার জানালায় দরজার চারিদিকে ফাঁক তার। রোগীদের গলা কেটে তবিলেই জমা দেন, ফুলে হন কলাগাছ দোষ ত্রুটি ক্ষমা দেন। এটা নেই ওটা নেই তারপরও ভাব খুব, ক্লিনিক ব্যবসাতে শুনি নাকি লাভ খুব। দশ টাকা ছাড় দিয়ে শত টাকা তুলে… Continue reading টিপ্পনী:

টিপ্পনী:

খবর:(সাত শিশুকে ধর্ষণ : প্রধান শিক্ষক আটক) মানুষ নামের পশুর সাথে অসুরও যায় হেরে, বলতে পারিস মানুষ নামের সেই পশুটা কে রে? তিনি হলেন টিচার করতে হবে বিচার তার কাছে আর কেউ কোরো না স্যালুট হ স্যার জি স্যার। তোমার যতো আকাম কুকাম হলো শেষে ফাঁস ফঁসকে যাওয়ার পথটা গায়েব আছে আঝোড় বাঁশ। বাঁশ ছোড়াগে… Continue reading টিপ্পনী:

টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার পাইকপাড়ায় সাপে কাটা রোগী নিয়ে কবিরাজদের ঝাড়ফুঁক) কবিরাজের ধোঁকাবাজি ছু মন্তর ছু, গাছড়া পড়া পানি পড়া বোতলে দেয় ফুঁ। শরীর কেটে রক্ত ঝরায় কাটে আবার পা, মরার ওপর ভাঁওতাবাজি তাও বলা যায় না। এই যুগে হয় তেলপড়া আর বাটি চালান ছি, প্রভাবশালী লোকরা পাশে বলার আছে কী? জ্যান্ত মানুষ মেরে কাবার পুরো সমাজ থ;… Continue reading টিপ্পনী

টিপ্পনী:

  খবর: (ঝিনাইদহে একই রাতে ৪ জনকে তুলে নেয়ার অভিযোগ) রাতের ঘোরেই বিছনা থেকে হচ্ছে মানুষ হাওয়া আজকে আছে পরদিনই আর যায় না খুঁজে পাওয়া। মাঝে মাঝে টেনশনে খুব হয় না রাতে ঘুম, আজকে যদি ঘোরে দেখি পরদিনই হয় গুম। বাইরে বিপদ ঘরে বিপদ হচ্ছে মানুষ খুন, বাংলাদেশে এ কী দশা নেপথ্যে কার গুণ। আমরা… Continue reading টিপ্পনী:

টিপ্পনী:

  খবর: (আলমডাঙ্গার খাসকররায় জিন তাড়ানোর নামে কবিরাজের নির্যাতন) কবিরাজের পাকামো খুব কী আর করো তোরে, আজব যতো কার্যকলাপ দেখেই মাথা ঘোরে। নষ্ট গুড়ের খাজারে তুই করলি ভাজা ভাজারে তুই মারলি লোকের বিবি; কেমন করে এই খারাবির সঠিক জবাব দিবি। সাত বেকুবের বেকুব ছোড়া ভ-ামিতেও পাকা, মাদক সেবন করে বেড়ায় ধান্দা করে টাকা। ভাউতাবাজির কবিরাজি… Continue reading টিপ্পনী:

টিপ্পনী

  খবর: (ঝিনাইদহে শাদা পোশাকে পুলিশ পরিচয়ে ৫ জনকে তুলে নেয়ার অভিযোগ) শাদা পোশাক পরে দাদা করেন ভালো কাম, সারাদেশে তবু ওনার ছড়ানো বদনাম। ওখান থেকে মানুষ হওয়া খুঁজে খুঁজে যায় না পাওয়া কেউ হয়ে যায় গুম; পুলিশ তবু নিআরামে নাক ডেকে দেয় ঘুম। ওরা তাবৎ জানে নেয় না কিছু কানে গন্ধ পেলেই ছোটে কেবল… Continue reading টিপ্পনী

কবি নজরুলের দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী আসছেন ১৭ এপ্রিল : কার্পাসডাঙ্গায় প্রস্তুতিসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুই নাতনি সঙ্গীতশিল্পী খিলখিল কাজী ও মিষ্টি কাজীর আগমনের দিন পিছিয়েছে। তারা ৩ দিনের ব্যক্তিগত সফর আগামী ১৭ এপ্রিল চুয়াডাঙ্গায় আসছেন। তাদের সফরসঙ্গী হিসেবে আসছেন চুয়াডাঙ্গার দুই কৃতী সন্তান দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী এমএ মান্নান এবং সঙ্গীত সম্রাট সোহরাব হোসেনের মেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত আরা গীতি। ওই দিনই বিকেল… Continue reading কবি নজরুলের দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী আসছেন ১৭ এপ্রিল : কার্পাসডাঙ্গায় প্রস্তুতিসভা