সরদার আল আমিনের দুটি কবিতা

জুজুর ভয়ে যত কষ্ট
-সরদার আল আমিন
থাকে না, থাকবে না। কোনটা থাকে?
সৌরজগতটাও সম্প্রসারিত হচ্ছে
বুড়িয়ে যাওয়ার মতোই। মহাকালও।
থাকব না বলেই তো তুলির আঁচড়
ছুঁয়ে দেখা, খুলে দেখার অতো বায়না। বাসনা।
যেদিকে তাকাই সেদিকেই নিয়মের বেড়া। চাবুক।
সে মরলো জলপিপাসায়, এ লালন যায় যায়
যাবার আগে পাগল হব…..
পুনশ্চ; যেখানে তুমি সর্বনাশ দেখো সেখানেই টের পাই ঢের অস্তিত্ব।

 

 

খোলো খোলো দ্বার

-সরদার আল আমিন

 

বিশ্বাস করি বলেই তো অতোটা আগলে রাখি

আলতো ছোঁয়ায় অনেক স্বপ্নের বীজ বুনি।

বিশ্বাসে মেলায় বস্তু……

অবিশ্বাসের সাগরে ভাসছো বলেই তো

আগান বাগান বসতবাড়িতে আগাছা অতো।

বিশ্বাস করেই দেখো, ডাকাতি করলেও

অন্তত উপড়ে নেব না।