সবাই বলে ছি

আহাদ আলী মোল্লা

মদের রসে বিভোর হলে
মদের রসে মজলে,
সারা জীবন মাদক মাদক
শুধু মাদক ভজলে।

হাঁটলে পথে মাতাল হয়ে
ক্ষীপ্ত তেজি দাঁতাল হয়ে
করলে গালাগালি,
বেহুঁশ হয়ে ঢলে ঢলে
হাসলে ফালি ফালি।

নেই তোমাদের লজ্জা শরম
বাড় বেড়েছে ভীষণ চরম
আবার হবে কী;
সমাজে নেই দাম তোমাদের
সবাই বলে ছি!

সূত্র (চুয়াডাঙ্গা বড় বাজার ব্রিজের কাছে ডেরায় মদপান)