শাস্তি যেন হয়

আহাদ আলী মোল্লা

উড়লো বিমান আকাশে যেই
জানটা করে খাঁ খাঁ,
অমনি ভেঙে পড়লো নিচে
ওই বিমানের চাকা।

আত্মা খাঁচা ছাড়া রে ভাই
আত্মা খাঁচা ছাড়া,
তখন হঠাৎ মনে হলো
সামনে মরণ খাঁড়া।

এ দফা যাক বেঁচে গেলাম
কিন্তু কথা তা না,
বিমানের এই করুণ দশা
যায় না মোটে মানা।

তদন্ত হোক ভালো তবে
শাস্তি যেন হয়,
এর পরে আর ওতে চড়ে
পাইনে যেন ভয়।
সূত্র (উড্ডয়নের পরে খুলে পড়লো বিমানের চাকা)