বুঝলে মিয়ানমার

আহাদ আলী মোল্লা
বড়াই করো লড়াই করো
পোদ্দারি খুব দেখাও,
অস্ত্র ধরে তোমরা নাকি
সীমান্তকে ঠেকাও।

কার মদদে লাফাও ঝাঁপাও
বারুদ ছুড়ে বর্ডার কাঁপাও
অস্ত্র ধরে নাড়াও,
দেশের মানুষ মেরে ধরে
পরের দেশে তাড়াও।

আজকে কি বা কালকেই হোক
পাবে না পার রক্ষা,
যে টার্গেটে ভাব ফুটানি
যাবে পুরোই ফক্কা।

এর খেসারত দিতেই হবে
ছাড় দেবো না আর,
ছাড়বো মোকাবেলা করেই
বুঝলে মিয়ানমার?

সূত্র: (সীমান্তে ভারী অস্ত্রসহ সৈন্য সমাবেশ : ফাঁকা গুলি)