তাহা জানি

আহাদ আলী মোল্লা
খুব জাহাবাজ ফিচেল ঘাতক কেউ চেনো না ইকরাকে,
খুন করে হোক তাও সে মাগার জায়গা-জমি ঠিক রাখে।
বিত্ত বিভব টাকার বলে গাল করে হাল জমানায়,
তার দিকে কেউ চাইলে বিপদ মার্ডার ছাড়া ক্ষমা নাই।

সকাল বিকেল ছুটে বেড়ায় খুন জখমের আস্তানায়,
কুচ পরোয়া নেই নাকি গো মামলা হলেও পাঁচ থানায়
টাকার জোরেই পার পেয়ে যায় থাকে টাকার সন্ধানেই
দু’মণ হারে আদায় করে দাদনে এক মণ ধানেই।

রূপ চেহারায় ভদ্র মানুষ লোকটা সুদে কারবারি
ডাঁটে মুডে চলে ফেরে দেমাগ আছে তার ভারি
দাপট দেখায় হুমকিও খুব সাহেবী ভাব এলাকায়
লোকে বলেন ধান্দা করে চান্দা তুলে মেলা খায়।

টাকার বড়াই কথায় কথায় কিন্তু টাকার উৎস্য কী
আলাদিনের চেরাগ থেকে দিচ্ছে জোগান ভূত সখী?
তাই কি এমন বর্বরতা খুন খারাবি রাহাজানি
যতোই করো গোঁজের গোড়ায় ভিড়বে এবার তাহা জানি।

সূত্র (মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার ইকরা গং)