টিপ্পনী

খবর:(আলমডাঙ্গার পাইকপাড়ায় সাপে কাটা রোগী নিয়ে কবিরাজদের ঝাড়ফুঁক)

কবিরাজের ধোঁকাবাজি
ছু মন্তর ছু,
গাছড়া পড়া পানি পড়া
বোতলে দেয় ফুঁ।

শরীর কেটে রক্ত ঝরায়
কাটে আবার পা,
মরার ওপর ভাঁওতাবাজি
তাও বলা যায় না।

এই যুগে হয় তেলপড়া আর
বাটি চালান ছি,
প্রভাবশালী লোকরা পাশে
বলার আছে কী?

জ্যান্ত মানুষ মেরে কাবার
পুরো সমাজ থ;
কা- এ কী বিচ্ছিরি ছাই
ধরি ওদের চ’।

-আহাদ আলী মোল্লা।
০৭.০৪.২০১৭