টিপ্পনী

খবর: (গাড়ি চালককে অষ্টম ও হেলপারকে পঞ্চম শ্রেণি পাস হতে হবে)

আইন কতোই হচ্ছে দেশে
বাস্তবায়ন হয় না,
সঠিকভাবে করলে প্রয়োগ
কারোর কারোর সয় না।

কতো লোকের ধকল হয়
কাগজপাতি নকল হয়
ধরতে গেলে করলে যাচাই
বাস্তবে ঠিক রয় না।

চালক যারা মানুষ মারেন
তারা নীতির কী ধার ধারেন
হলেই হাজত জেল,
সারাদেশেই দেন বাজিয়ে
ধর্মঘটের বেল।

আমরা নাকাল ধাতানি খাই
কী আসে যায় কার,
বড্ড স্বাধীন চেতা মানুষ
চাকল ও হেলপার।

-আহাদ আলী মোল্লা