টিপ্পনী

মানুষ নামের কলঙ্ক
আহাদ আলী মোল্লা
হায়রে কপাল পিতার;
ছেলের হাতে আঘাত পেলেন
দোষ-অপরাধ কী তার?

আদর সোহাগ যতœ করে
বড় করেন পুত্র,
ছোটকালে ছাফ করেছেন
তার কতো মল-মূত্র।

সেই ছেলে না বুড়ো বাপের
গায় তুলেছে হাত,
এ মুল্লুকে এমন কে আর
অসভ্য বজ্জাত?

পানি করো কিলিয়ে ওর
গায়গতরের হাড়;
মানুষ নামের কলঙ্ক সে
বেজাত-কুলাঙ্গার।

সূত্র: (জীবননগরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা জখম)
৩০.০৭.২০১৭