টিপ্পনী:

 

 

খবর: (চুয়াডাঙ্গায় বিদ্যুতের ভেলকিবাজিতে ফুঁসছে গ্রাহক সাধারণ)

 

বিদ্যুত নেই দিনের বেলায়

বিদ্যুত নেই রাতে,

হায়রে গরম কী যে ধকল

পারিনে সামলাতে

 

বাচ্চা কাঁদে কাচ্চা কাঁদে

বুড়োবুড়ি আচ্ছা কাঁদে

রোগীরা সব হাঁপায়

ভ্যাপসা গরম রোদের চোটে

পশুপাখি দাপায়

 

শুনছি দেশে হামারে খাও

বিদ্যুতে নেই অভাব

তাহলে কি লোডশেডিং

বাঙালিদের স্বভাব?

 

ঘরে ঘরে লাইন আছে

সংযোগে নেই মাল,

এই বিদ্যুত নিয়ে এতো

কেউ কোরো না গাল

 

আহাদ আলী মোল্লা