টিপ্পনী:

খবর: (মাথাভাঙ্গা নদীর কোমর ও জংলা অপসারণ থমকে গেছে)

সব কিছু যায় থমকে হঠাত
কারণ বোঝা যায় না
অনেক কিছুর সুযোগ সুফল
আমজনতা পায় না।

নদীর বুকে জংলা কোমর
দিয়ে হাসে রসিক ভোমর
একেক বেলা একেক কথা
ভিন্ন রকম বায়না।

বায়না শোনে কর্তা মশাই
নদীর মাছে খাবল বসায়
হয়তো এমন হতেও পারে
ঠিক বলেছি তাই না?

একটা যদি বাঁধ সরে তো
দুইটা নতুন হয়
জংলা-কোমর সরছে না তাই
জয় কোমরের জয়।

-আহাদ আলী মোল্লা