টিপ্পনী:- ধরার পালা

আহাদ আলী মোল্লা

দুষ্ট যারা মিষ্টি কথায়
টালবাহানা করে,
সুযোগ বুঝে পরের জিনিস
দুই পকেটে ভরে।

স্বার্থ হাসিল হলেই তারা
সেই পুরোনো নিয়ম ধারা
মেনেই পগার পার;
যায় কি পাওয়া আর!

মন্দ কাজের ধরন দেখে
বলতে পারো ডরায় কে কে
আমি তুমি ওরা তারা
সারা দেশের লোক;
ওদের তবিল ফুলে ফুলে
লোকের যা হয় হোক।

ওরা যত বাড়ায় জ্বালা;
আজই ওদের ধরার পালা।
সূত্র (নানা অভিযোগে ২৯ শিক্ষা কর্মকর্তা বদলি)