সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে দুর্নীতি

 

দুর্নীতির বিরুদ্ধে মানুষের সোচ্চার কণ্ঠস্বরের পরেও দুর্নীতির রাহু থেকে আমরা মুক্ত হতে পারছি না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে দুর্নীতি। দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনের অঙ্গীকারের পরেও দুর্নীতি দমন করা সম্ভব হয়নি। সমাজের এমন স্তরে দুর্নীতি তার থাবা মেলেছে, যা ভাবতেও কষ্ট হয়। শিক্ষাকে তুলনা করা হয় একটি জাতির মেরুদণ্ডের সাথে। অথচ শিক্ষাক্ষেত্রকেও আমরা পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে পারিনি। এখানেও নানা অনিয়ম আর দুর্নীতি তার অন্ধকার থাবায় আমাদের শিক্ষাব্যবস্থার ক্ষতি করে চলেছে। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। শ্রমবাজারেও প্রযুক্তিনির্ভর শিক্ষাকেই দেয়া হয় অধিক গুরুত্ব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের প্রযুক্তিমুখী শিক্ষার দিকটি দেখভাল করে কারিগরি শিক্ষাবোর্ড। অথচ এই শিক্ষাবোর্ডকে কেন্দ্র করে অভিযোগের অন্ত নেই। অনিয়ম-দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতায় অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে কারিগরি শিক্ষাবোর্ড। এছাড়া প্রতিবেদনটিতে আরও বলা হয়, সংস্থাটির চেয়ারম্যানের বিরুদ্ধে যোগদানের ৬ বছর আগের বিল ও সম্মানী ভুয়া ভাউচারে নেয়ার অভিযোগসহ আরো বলা হয়েছে, একটি সংঘবদ্ধচক্র ভুয়া শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও পাস করাচ্ছে। এছাড়া নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম, ঘুষ ছাড়া সেবা না দেয়া, সরকারি অর্থের যথেচ্ছা ব্যবহারসহ প্রতিষ্ঠানটিতে নানা ধরনের অপকর্ম ঘটছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আরো বলা হয়েছে, সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে।

এ সুযোগ কাজে লাগিয়ে বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তারা বেপরোয়া হয়ে গেছেন। শীর্ষস্থানীয় অসাধু কর্মকর্তাদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী একাধিক সিন্ডিকেট। এ সিন্ডিকেট বোর্ডটিকে অনিয়ম ও দুর্নীতির দুর্গে পরিণত করেছে। কারিগরি শিক্ষাবোর্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এই প্রথম নয়। ইতঃপূর্বেও কারিগরি শিক্ষাবোর্ডের দুর্নীতি নিয়েও আগেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এই শিক্ষাবোর্ডের নিয়োগ-পদোন্নতি নিয়ে যেমন অভিযোগ উঠেছে, তেমনিভাবে বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেয়ারও অভিযোগ ছিলো। শুধু নিয়োগ-পদোন্নতিই নয়, নিম্নমানের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকেও অনুমোদন দেয়ার সুপারিশ করেছে কারিগরি শিক্ষাবোর্ড এমন অভিযোগও বিস্তর। আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক। সাধারণ শিক্ষা ব্যবস্থার বিপরীতে শিক্ষার্থীরা হাতে কলমে শেখার মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠবে, এই ধারণায় সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। কারিগরি শিক্ষার সুফলের জন্য সরকারের উদ্যোগে দুর্নীতি একটি বড় বাধা। কারিগরি শিক্ষাবোর্ডকে দুর্নীতিমুক্ত করতে যেসমস্ত অভিযোগ উঠেছে, তার যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কারিগরি শিক্ষাবোর্ডকে দুর্নীতিমুক্ত করতে সরকারের কঠোর পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রত্যাশা করি।