শান্তিপূর্ণ হোক শারদীয় উৎসব : দূর হোক অশুভ শক্তি

 

বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোধ্যে এ উৎসবের সব আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আনন্দময়ী দেবী দুর্গার আগমনী গানে মুখরিত এখন চারদিক।

 

আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার ষষ্ঠী, আগামীকাল ১১ অক্টোবর শুক্রবার সপ্তমী, ১২ অক্টোবর শনিবার অষ্টমী, ১৩ অক্টোবর রোববার নবমী এবং ১৪ অক্টোবর সোমবার বিজয়া দশমী। এ বছর সারাদেশে ৩০ হাজারেরও বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় ২১৪টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে। অশুভ শক্তির দমন এবং শুভশক্তির লালনই দুর্গাপূজার মূল আদর্শ। দুর্গতিনাশিনী, অসুরবিনাশিনী, জগন্মাদা, দশ প্রহরণধারিণী দেবী দুর্গা। এ বিশ্লেষণগুলো যার আছে তিনিই তো মহাশক্তিরূপিণী, শক্তি প্রদায়িণী। সৃষ্টির আদিতে যেহেতু আছে শক্তি সেহেতু সৃষ্টি মানেই শক্তি, শক্তি মানেই জীবন। সুতরাং দেবী মহামায়া মানেই জীবের জীবনস্বরূপ, জীবন লীলাক্ষেত্র। এমনকি সকল দেবের সম্মিলিত শক্তি, বিশ্বশক্তি মা দুর্গা। দুর্গা-দুর্গে-দুর্গাতিনাশিনী, সিংহবাহিনী, মহিষমর্দিনী। মাতৃশক্তির প্রতিভূ।

 

শান্তিপূর্ণ হোক এবারের শারদীয় উৎসব। হিংসা-বিদ্বেষ ও ক্ষমতার মোহ বিভাজন দূর হোক। শারদীয় দুর্গা পূজার মধ্যদিয়ে সকলের দেহমন বিশুদ্ধ হোক, সত্য সুন্দরে আলোকিত হোক বাংলাদেশ মাতৃকা। সবখানে ছড়িয়ে পডুক শান্তির সুখের বার্তা।