বিহারে ভোটের দিন মাওবাদী হামলায় ২ পুলিশ নিহত

মাথাভাঙ্গা মনিটর: বিহারে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে মাওবাদীদের স্থলমাইন বিস্ফোরণে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) দু সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় রাজ্যের মুঙ্গের ও জামুই জেলার মাঝামাঝি একটি স্থানে হামলাটি চালানো হয়। এদিন বিহারের যে ছয়টি আসনে ভোট হচ্ছে, জামুই তার অন্যতম। টহলরত সিআরপিএফ জওয়ানদের জিপ গাড়িটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের আঘাতে উড়ে যায়। ঘটনায় আহতদের মুঙ্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন বর্জন করা মাওবাদীরা বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। চলতি সপ্তাহের প্রথম দিকে রাজ্যের গয়া জেলায় মাওবাদীদের পেতে রাখা ছয়টি স্থলমাইন উদ্ধার করা হয়। এর আগে একটি মাইন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে তিন জওয়ান নিহত হয়েছিলো।