বাঙালি নারী ব্রিটিশ পার্লামেন্টে

গণতন্ত্রের সূতিকাগারখ্যাত ব্রিটিশ পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচনেও বাঙালির বিজয় পতাকা তুলে ধরেছেন তিন বাঙালি কন্যা। তারা হচ্ছেন, রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও ড. রূপা হক। তিনজনই লেবার পার্টির হয়ে ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে দেশটির পার্লামেন্টে যান সিলেটের মেয়ে বাঙালি কন্যা রুশনারা আলী। তিনি এবার টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। আর টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও ড. রূপা হক দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হলেন। মধ্যবর্তী এ নির্বাচনে ৫ জন স্বতন্ত্র প্রার্থীসহ বাংলাদেশি বংশোদ্ভূত মোট ১৪ প্রার্থী লড়াই করলেও বিজয়ী হয়েছেন তিন বাঙালি কন্যা। বাংলাদেশ ছাড়িয়ে ব্রিটেনের পার্লামেন্টে বাঙালি নারী নেতৃত্ব আমাদের জন্য অন্যন্ত গৌরবের। ব্রিটিশ-বাঙালি প্রজন্মের বিজয়িনী এ তিন কন্যাকে আমরা অভিনন্দন জানাই। এ কথা সত্য যে, বিশ্বের অন্যান্য দেশের নারীদের সাথে তাল মিলিয়ে বাঙালি নারীও আজ অনেক দূর এগিয়েছেন। মেধা, দক্ষতা ও মননের সৌকর্যে প্রতিনিধিত্ব করছেন রাজনীতি, অর্থনীতি, চিকিৎসা-শিক্ষা, কৃষি, বিজ্ঞান, আইন-মানবাধিকার, প্রকৌশলসহ সব ক্ষেত্রে। এর আগেও আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডলে বাঙালি নারীরা সম্মান কুড়িয়েছেন। বাঙালির জয়পতাকা তুলে ধরছেন বঙ্গনারী। এরই ধারাবাহিকতায় বাঙালিকে এবারও নতুন গর্বের সঙ্গী করলেন রুশনারা আলী, রূপা হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। যুক্তরাজ্যের মধ্যবর্তী এ নির্বাচন নিয়ে লন্ডনের বাঙালি কমিউনিটির পাশাপাশি প্রবাসী বাঙালিদের মধ্যেও শুরু থেকেই এক ধরনের ঔৎসুক্য ছিলো। অন্যদিকে মধ্যবর্তী এ নির্বাচনে কনজারভেটিভ, না লেবার কোনো পার্টি বিজয়ী হচ্ছে তার চেয়েও বিশ্ববাসীর বিশেষ মনোযোগ ছিলো বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ নারী নাগরিকের ব্যাপারে। আর বাংলাদেশের মানুষের নজর ছিলো এ তিনকন্যার প্রতি। অবশেষে ভোটারদের সমর্থন পেয়ে সে প্রত্যাশা পূরণ করেছেন এই তিন কন্যা। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারা।

বলাই বাহুল্য, ব্রিটেন বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর একটি। এর পরও ব্রিটেনের মতো দেশেও ধর্মান্ধগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। নির্বাচনের এক মাসের মধ্যে দুই দফায় দেশটিতে জঙ্গি হামলার ভয়াবহ ঘটনা ঘটেছে। তবে ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক রাজনীতিকে ব্রিটেনের জনগণ আগেই প্রত্যাখ্যান করেছে এবং তাদের এ কর্মকাণ্ডের ভেতর দিয়ে রাজনীতিতে বাঙালির অগ্রযাত্রার নতুন দিগন্ত সূচিত হয়েছে বলেই মনে করা যেতে পারে। আর এ অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তিন বাঙালি নারী। স্মর্তব্য যে, অতীতে আমাদের দেশ শাসন করেছে ব্রিটেন, আর এখন সে দেশের পার্লামেন্টে নেতৃত্ব দিচ্ছেন বাঙালি তিন নারী। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক লন্ডনের উত্তরাঞ্চলীয় হ্যাম্পসটেড অ্যান্ড কিলবার্ন আসনে, ড. রূপা হক উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে, এবং রুশনারা আলী বেন্থাল গ্রিন অ্যান্ড বো আসনের প্রতিনিধিত্ব করবেন।