টিপ্পনী

খবর:(প্রশ্নপত্র ফাঁস ও গাইড বই ব্যবসা প্রতিরোধে যশোর শিক্ষাবোর্ডে তৈরি হচ্ছে প্রশ্নব্যাংক)

 

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে
দেখে লিখে পাশ ঠেকাতে
আঝোড়া সব বাঁশ ঠেকাতে
হচ্ছে জানো কী?

পরীক্ষাতে ফেল ঠেকাতে
নকল কপির খেল ঠেকাতে
হাজার রকম ভেল ঠেকাতে
করার আছে কী?

নকল গাইড নোট ঠেকাতে
অনেক ব্যথা চোট ঠেকাতে
অপরাধীর জোট ঠেকাতে
লাগবে নাকি ফি?
_আহাদ আলী মোল্লা