টিপ্পনী

 

খবর(চুয়াডাঙ্গায় ইউএনওর বাংলোয় ডাকাতি)

উনিই যদি কাহিল তবে

অন্য লোকের কী যে হবে

চোর-ডাকাতের হালুম হালুম

আল্লাহ মালুম আল্লাহ মালুম!

 

কর্তা যদি হন কুপাকাত

এক্কেবারেই যায় মারা জাত

ডাকাত বলে খালুম খালুম

আল্লাহ মালুম আল্লাহ মালুম!

 

সাহেব যদি আগেই কাবার

আমার কী হয় বলতে আবার

দুষ্কৃতীরা বলে পালুম

আল্লাহ মালুম আল্লাহ মালুম!

 

-আহাদ আলী মোল্লা