টিপ্পনী

 

 

খবর:(মাওয়ায় শোকার্ত স্বজনদের মিছিল)

 

যখন ঘাটে নৌকা ডোবে

আইন নিয়ে নাড়া হয়,

অমনি এসে নদীর ধারে

মন্ত্রী এসে খাড়া হয়।

 

সব ভুলে যায় কদিন পরেই

নৌকা যখন কূলে যায়,

পকেটখানা ভারী হলেই

বাবাজি সব ভুলে যায়।

 

তদন্ত আর ফদন্তরা

খাতার পাতায় বন্দী করে,

আন্দোলনের গরম হাওয়া

ঠেকানোরই ফন্দি করে।

-আহাদ আলী মোল্লা