টিপ্পনী

 

খবর: (আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ)

 

ঈদ গিয়েছে গিদ গিয়েছে

ছিলাম যা তাই আছি,

ফিরে এলাম আগের মতো

কাজের কাছাকাছি।

 

কাজ না করে ভাত জোটে না

একটু ঘুমের রাত জোটে না,

ঈদ এলে তাই কী,

যেমন ছিলাম ঈদের আগে

তেমন রয়েছি।

 

মুখে শুধু ঈদের গান

হাজার রকম অভিযান,

ধনীদেরই ঈদ হয়,

তোমার আমার গিদ হয়।

 

Ñ আহাদ আলী মোল্লা