টিপ্পনী

 

 

খবর:(১৬০ জন শিক্ষকের জাল সনদের খোঁজ)

 

শিক্ষাগুরুর সনদগুলো জাল হয়

এই যদিগো বাংলাদেশের হাল হয়

ওরাই বুঝি আমার তোমার কাল হয়।

 

জানে নাতো লেখা-পড়ার বালাই

দেশের মানুষ মরছে ওদের জ্বালায়

ওদের ছেড়ে কোথায় বলুন পালাই!

 

ভুয়া ভুয়া ডিগ্রিধারী মশাই

কায়দা রকম নজর ফেলে শশায়

সুযোগ বুঝে কামড় ঠিকই বসায়।

 

কতো সাহস আছে বুকের পাটায়

ভাবলে সবার মনের ভেতর টাটায়

স্যার আমাদের এবার হবেন ছাটাই।

-আহাদ আলী মোল্লা