টিপ্পনী

(আলমডাঙ্গার টেকপাড়ায় স্কুলের কাজে ঠিকাদারের কাছে চাঁদা দাবি)

ধান্দা বাবু বান্দা ভালোই
কিন্তু বিশাল খাবল,
নান্দা পেটের চান্দা তোলেন
বকেন আবোল-তাবোল
বললে কিছু পরের পেটে
দেন ঢুকিয়ে শাবল।

মন্দ কিছুর গন্ধ পেলেই
তড়িৎ বেগে ছোটেন,
বন্ধ কাজে দ্বন্দ্ব পাকায়
পয়সা-কড়ি খোটেন
স্বার্থ নিজের পূরণ হলেই
এক নিমেষে ফোটেন।

উক্তি করুন যুক্তি করুন
চান্দা দেয়ার চুক্তি করুন!

-আহাদ আলী মোল্লা