টিপ্পনী

 

খবর:(এনজিওর ঋণের কিস্তি দিতে না পেরে প্রান্তিক চাষি আত্মঘাতী)

 

ঋণের বোঝা আছে আমার ঘাড়ে

কিস্তি দিতে বেচি গরু ছাগল

মাসে মাসে ঋণ যেন ছাই বাড়ে

দিনে দিনে যাচ্ছি হয়ে পাগল।

 

এনজিওদের বলির পাঠা আমি

উপায় করি সব দিতে হয় তাদের

চিন্তা করে সকাল-বিকেল ঘামি

ভাষা খুঁজে পাইনে প্রতিবাদের।

 

কোথায় পাবো পয়সা টাকা কড়ি

এনজিওরা হরহামেশা শাসায়

তাইতো গলায় উঠলো আমার দড়ি

ওরা কেন ঋণের জালে ফাঁসায়?

 

-আহাদ আলী মোল্লা