এসো সুন্দর, তোমাকে বরণে বসে আছি নিজেকে রাঙিয়ে

যায় দিন ভালো আসে দিন খারাপ? নাকি যায় দিন মন্দ আসে দিন সুন্দর? বছর বিদায়ের শেষ দিনের সঙ্গত প্রশ্নের উভয়মুখি জবাব অসম্ভব নয়। যায় দিন ভালো আসে দিন খারাপ তারাই বলেন, যারা নতুনের সাথে নিজেকে মানিয়ে নেয়ার মতো করে প্রস্তুত করতে পারেন না। সে কারণেই সম্ভবত তিনি অপার সম্ভবনাকে নিজের ব্যর্থতা দিয়ে আড়াল করতেই বচন আওড়ে বলেন, আসে দিন খারাপ। আর যারা আজকের দিনটি কাজে লাগিয়ে আগামীর জন্য নিজেকে প্রস্তুত করেন, তাদের সামনে নিশ্চয় অপার সম্ভাবনার দরজা উন্মুক্তই থাকে। ২০১৬ সালের বিদায়লগ্নে আমরা ক’জনই বা বলতে পারছি এসো হে নতুন, এসো সুন্দর, তোমাকে বরণে বসে আছি নিজেকে রাঙিয়ে?
ফেলে আসা দিনগুলোর মধ্যে সুখ-দুঃখের স্মৃতি থাকে না কার? প্রবাহমান সময়ের ¯্রােতে কতোকিছুই তো হারায়, হারাতে হয়। থেকেও যায় অনেক কিছু, অনেকের পদচিহ্ন দিনের পর দিন অনাগতদের পথ দেখিয়ে চলেছে অবিরাম। এরা কারা? ওরাও মানুষ। সাহিত্যে কালজয়ী রবি তার বেলা শেষেও গর্বের সাথে বলতে পেরেছেন, এক জনমে রেখে গেলেম দুজনমের কৃতী। আর আইজাক নিউটন, আইনস্টাইন বা বাংলার জ্যোতিন্দ্রনাথ বসু? দাতা হাতেম তাই আছেন, আছেন অনেকে। ওরা পেরেছে, এক জনমে অনেকগুলো প্রজন্মের সামনে নিজেদের মানিয়ে নেয়ার মতো করে গড়তে। ওরা তো বলবেই এসো এসো নতুন, তোমাকে সবসময় স্বাগত। অনাগত আগামীও সকলকে স্বার্থক হওয়ার সোপান নিয়ে এগিয়ে আসে সামনে। অবশ্য সোপান সামনে এলেও সকলেই কি তা বেয়ে জীবনটাকেই স্বর্গীয় সুন্দরের মাঝে সোপে দিতে পারেন? অবশ্যই সব কিছু অতো সহজ নয়। সময়ের ¯্রােতে উজান বেয়েই সাফল্যের স্বাদ নিতে হয়। অন্যথায় ভাটি ভাসিয়ে নিয়ে অতল সাগরে আছড়ে ফেলে গণকাতারে। চরম এই বাস্তবতাকে যতোদিন আমারা যথাযথভাবে উপলব্ধি করে সময়ের অপচয় রোধে আন্তরিক না হচ্ছি ততোদিন দীর্ঘশ্বাসই থেকে যাচ্ছে আমাদের সাথে। সে কারণে, আজই হোক আগামীকে সুন্দর করার অঙ্গীকার।
নতুন বছর বরণে বিশ্ব প্রস্তুত। আমরাও। মাথাভাঙ্গা পরিবার প্রতিদিন নতুন সকালে নতুনের সামনে নতুন সাজেই হাজির হয় সকলের হৃদয়ের কড়া নেড়ে। সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন-গুম কিম্বা অপসংস্কৃতির চমকানো নয়, স্বস্তির সুন্দর সম্ভাবনার সুসংবাদ নিয়েই আগামী দিনগুলোতে হাজির হতে চাই ২০১৬’র বিদায় বেলায় মাথাভাঙ্গা পরিবারের এ প্রত্যাশা নিশ্চয় অমূলক নয়। বিদায়ী বছর রাজনৈতিক সংঘাতমুক্ত থাকলেও ধর্মের নামে রক্তের হলি যেমন আচমকা থমকে দেয় জাতিকে, তেমনই আমেরিকার নির্বাচনে সাম্প্রদায়িক উসকানির সুঁড়সুড়ি দিয়ে ক্ষমতার মসনদে অসীনে শঙ্কিত করেছে শান্তিপ্রিয় বিশ্ববাসীকে। এরপরও হতাশা নয়। অনাগত আগামীকে সুন্দর করতে লড়তে হবে আমাদের।