অন্যায় রুখতে আইন প্রয়োগের বিকল্প নেই

ঘরে বাইরে, সর্বক্ষেত্রে সকলকেই সহনশীল হওয়া দরকার। অসহিষ্ণু পরিবেশ অস্থিরতা বাড়ায়। হিংসা বিদ্বেষে কেড়ে নেয় শান্তি। কখনো কখনো শান্তি কামনায় উদারতা পেশিশক্তি প্রয়োগে উৎসাহিত করে। সে কারণে অন্যায়ের বিরুদ্ধে আইন প্রয়োগ অপরিহার্য।
বিরোধপূর্ণ জমির ফসল, বৃক্ষরাজিই শুধু নয়, তুচ্ছ ঘটনা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরেও প্রতিপক্ষের বাগান রাতের অন্ধকারে সাবাড় করার ঘটনা দিন দিন বাড়ছে। অবশ্য নিজের জমির চারাগাছ কেটে প্রতিপক্ষকে সায়েস্তা কারার মামলাও যে হচ্ছে না তাও নয়। ফলে উঠতি বাগান কেটে তছরুপের অভিযোগগুলোর কোনটি সঠিক, কোনটি সাজানো তা বোঝা সত্যিই কঠিন। তাছাড়া বিরোধের জের ধরে পানবরজে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব থেকে পরিত্রাণ প্রয়োজন।
অবশ্যই দেশে আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে। এ সংস্থার দায়িত্বপ্রাপ্তরা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী শনাক্ত করে বিচারের মুখোমুখি করলে পরিত্রাণ মিলবে। যদিও বিশ্বাসযোগ্য তদন্ত এখন প্রশ্নবিদ্ধ। আস্থা অর্জনে দরকার স্বচ্ছতা।