৫ দিনের পূর্বাভাসে দেশে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকায় পৌষে শীতের উপভোগ্য আমেজ ফুটে উঠেছে। অবশ্য এবার শীতের শুরু থেকেই বাধা বিপত্তিতে রয়েছে উত্তরে হাওয়া। আগামী ৫ দিনের পূর্বাভাসে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২৬ দশমিক শূন্য ও সর্বনি¤œ ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বনি¤œ তাপমাত্রা গতকাল তেঁতুলীয়ায় ১১ দশমিক ৮ এবং সর্বোচ্চ টেকনাফ ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা ২ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টিপাত হতে পারে।