৫শ কিলোমিটার গতিতে ছুটলো বুলেট ট্রেন

মাথাভাঙ্গা মনিটর: জাপানের ইয়ামানাশি প্রিফেকচারের তাসুরু অঞ্চলে সেন্ট্রাল জাপান রেইলওয়ে কোম্পানি (জেআর টোকাই) প্রথমবারের মতো অতি উচ্চ গতিসম্পন্ন ম্যাগনেটিক লেভিটেশন (ম্যাগলেভ) ট্রেন পরীক্ষামূলকভাবে চালিয়েছে। বুলেট ট্রেনটিতে যাত্রী ছিলেন ১০০ জন। ট্রেনটি সর্বোচ্চ ৫শ কিলোমিটার বা ৩১১ মাইল পর্যন্ত গতি তুলতে পারে। ট্রেনটির বগি সংখ্যা ১৬টি এবং প্রতিবারে ১ হাজার যাত্রী আসা-যাওয়া করতে পারবেন নতুন এ বুলেট ট্রেনটিতে।