৪ মাসেই ম্লান মোদি ম্যাজিক

 

মাথাভাঙ্গা মনিটর: ৪ মাস আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অথচ এরই মধ্যে বিধানসভা নির্বাচনে ফলাফল বিপর্যয়ের কবলে পড়েছে দলটি। আম আদমি পার্টি ও কংগ্রেস এ ফলাফলকে আখ্যা দিয়েছে মোদি ম্যাজিকের পতন হিসেবে। ১০টি রাজ্যের তিনটি লোকসভা ও ৩৩টি বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট গতকাল মঙ্গলবার গণনা করা হয়। সর্বশেষ ফলাফল অনুযায়ী, রাজস্থানের মতো রাজ্যে ৪টি আসনের মধ্যে ৩টিতে জিতেছে কংগ্রেস, গুজরাটে ৯টির মধ্যে ৩টি কংগ্রেসের। উত্তরপ্রদেশে ফের এক বার মুলায়ম জাদু। ১১টির মধ্যে ৯টিই সমাজবাদী পার্টির দখলে। ২টি পেয়েছে বিজেপি। ত্রিপুরায় ১টি আসন ধরে রেখেছে সিপিএম। অন্ধ্রপ্রদেশে মেডক লোকসভা আসনে জয়লাভ করেছেন টিআরএস প্রার্থী কে প্রভাকর রেড্ডি। লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়কে মোদি ঝড় অস্তমিত বলে মন্তব্য করেছেন আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দেশের নয়টি রাজ্যের উপনির্বাচনের ছবি স্পষ্ট হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি কেজরিওয়াল বলেন, মোদি ঝড় শেষ হলেও রয়ে গিয়েছে দুর্নীতি ও মূল্যবৃদ্ধি।