২৮ দেশের ওপর থেকে ভিসাপ্রথা তুলে নেবে ইরান

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের ২৮টি দেশের ওপর থেকে ভিসাপ্রথা তুলে নিতে চায় ইসলামি প্রজাতন্ত্র ইরান। তবে সেসব দেশকেও একই ব্যবস্থা নিতে হবে। ইরানের পর্যটন শিল্পকে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে ইরান এ পরিকল্পনা নিচ্ছে। এ কথা জানিয়েছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থার পরিচালক মাসুদ সুলতানিফার। তিনি বলেন, পর্যটন আকর্ষণের জন্য আমরা ৪০টি দেশকে তালিকার শীর্ষে রেখেছি।