১ টিকিটে খেলেন ৩০০ বারের খাবার!

মাথাভাঙ্গা মনিটর: উপাদেয় খাবারের প্রতি মানুষের লোভ সহজাত। আর তা যদি হয় বিনামূল্যে তবে অনেকেই হয়তো সেই সুযোগ নিতে চাইবেন। চীনের একব্যক্তি ঘটিয়েছেন এমনই এক কাণ্ড। তিনি এক টিকিটের মূল্য দিয়ে খেয়েছেন ৩০০ বার! বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিনামূল্যে দেয়া সেই খাবার পেতে চীনের এক ব্যক্তি প্রতিদিন বিমানের একটি প্রথম শ্রেণির টিকেট কেনেন এবং বিমান ছাড়ার আগ মুহূর্তে সেটি ফেরত দেন। এই সুযোগে তিনি বিমান কর্তৃপক্ষের দেয়া বিনামূল্যের খাবার গ্রহণ করেন। পরদিন আবার বিমানের টিকিট কাটেন। এ কাণ্ডটি তিনি ঘটিয়েছেন একবার-দুইবার নয়, ৩০০ বার ঘটিয়েছেন বলে জানা গেছে। ইস্টার্ন চায়না এয়ারলাইন্সে তাদের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য বিনামূল্যে রাতের খাবারের ব্যবস্থা রয়েছে। জিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে প্রবেশের জন্য ওই ব্যক্তি টিকিটটি ব্যবহার করেন। সেখানে যাত্রীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে। মালয়েশিয়া থেকে প্রকাশিত চীনা একটি সংবাদমাধ্যম জানায়, ওই ব্যক্তি তার যাত্রা শুরুর আগে ভিআইপি লাউঞ্জের এক কর্মীকে তার টিকেটটি দেখান এবং অন্যান্য প্রথম শ্রেণির যাত্রীদের মতো সেখান থেকে বিনামূল্যে একবার খাবার গ্রহণ করেন। এরপর তিনি বিমান ছাড়ার আগমুহূর্তে নির্ধারিত বিমানে ওঠার পরিবর্তে তার যাত্রার তারিখ পরিবর্তন করেন। পরবর্তী দিন তিনি তাকে নতুন করে দেয়া টিকেটটি দেখিয়ে আবারও খাবার গ্রহণ করেন এবং পুনরায় যাত্রার তারিখ পরিবর্তন করেন। এভাবে তিনি বার বার যাত্রার তারিখ পরিবর্তন করতে থাকেন। ইস্টার্ন চায়না এয়ারলাইন্সের কর্মকর্তারা সম্প্রতি আবিষ্কার করেন যে, ওই ব্যক্তি তার একমাত্র টিকেটটি এক বছরে ৩০০ বার ‘রি-বুক’ করেছেন। এরপরই তারা ওই ব্যক্তির পরিকল্পনা ধরতে পারেন।