১৪ দিনের জেল হেফাজতে পশ্চিমবঙ্গের মন্ত্রী

 

মাথাভাঙ্গা মনিটর: সারদা কাণ্ডে গ্রেফতার পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দ্বিতীয় দফায় তিন দিনের সিবিআই হেফাজত শেষে শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়। সিবিআই কৌঁসুলিরা আদালতে বলেন, মদন মিত্র অত্যন্ত প্রভাবশালী। তিনি জামিনে ছাড়া পেলে নথি এবং প্রমাণ নষ্ট হতে পারে। সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে পরিবহণমন্ত্রীর জেল হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হারাধন মুখোপাধ্যায়।

সিবিআইকে সে বেশ কয়েক জন সিপিএম নেতার নাম বলেছেন, গত বৃহস্পতিবারই তা জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। আর এ বার মদনবাণে সরাসরি বিদ্ধ হলেন সিপিএমের তিন হেভিওয়েট নেতা। তৃতীয় দফায় আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময়ে মন্ত্রী দাবি করেন, সিপিএম সাংসদ মহম্মদ সেলিম, প্রাক্তন বিধায়ক রবীন দেব এবং প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীর সারদা কাণ্ডে জড়িত থাকার বিষয়টি তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে জানিয়েছেন। গত দু বারের মতো এ দিনও মদন-সমর্থকদের প্রবল ভিড় ছিলো আদালত চত্বরে।