১০ দফা দাবিতে ঝিনাইদহে আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

 

ঝিনাইদহ প্রতিনিধি: দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় কার্যালয়ের প্রধান ফটকে ঢুকতে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখে ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী নুরুল আফসার সবুজ, অমিত কুণ্ডু, ওমর ফারুক, মোহাম্মদ রাব্বি, মাইনুল ইসলাম, আসাদুল হক, আবদুল কাইয়ুম, জহিরুল ইসলাম, রুথ চৌধুরী, জান্নাত আরা, প্লাটিনাম জুবলী, ফয়সাল আহমেদ, সাইফুল ইসলাম, বাদল হোসেন ও লিয়ন হোসেন। দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা প্রদান, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পরিবর্তে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠনসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। সিভিল সার্জন মো. আবদুস সালাম শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন। সিভিল সার্জন কার্যালয়ে আধাঘণ্টা অবস্থান শেষে প্রতিষ্ঠানে ফিরে যায় শিক্ষার্থীরা।