হিমালয় থেকে পড়ে ফরাসি পর্বতারোহীর মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: নেপালে এভারেস্ট পর্বতমালার একটি পর্বতে ব্যর্থ অভিযান শেষে নেমে আসার সময় পা পিছলে পড়ে গিয়ে ৩০ বছর বয়সী এক ফরাসি পর্বতারোহী মারা গেছেন। গতকাল রোববার ওই পর্বতারোহী ও তার এক বন্ধু ৬ হাজার ৪৭৬ মিটার (২১ হাজার ২৪৭ ফুট) উঁচু মেরা পর্বতের শীর্ষে আরোহণের চেষ্টা করে ব্যর্থ হন। গত শুক্রবার সন্ধ্যায় অভিযান থেকে ফেরার সময় পা পিছলে প্রায় ৫০ মিটার নিচে পড়ে মারা যান তিনি। সলুখুম্বু এলাকার পুলিশ প্রধান চন্দ্র দেব রাই বলেন, ওই ফরাসি পর্বতারোহী পাহাড় থেকে নিচে পড়ে গেলে তার বন্ধু স্থানীয়দের সহায়তার জন্য ডাকেন। কিন্তু তারা ওই পবর্তারোহীর কাছে পৌঁছার আগেই তিনি মারা যান। তিনি আরও বলেন, স্থানীয় পুলিশের একটি দল শনিবার তার মৃতদেহ নামিয়ে লুকলা শহরে নিয়ে যায়। হেলিকপ্টারে তার মৃতদেহ কাঠমাণ্ডু নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনা সম্পর্কে কাঠমাণ্ডুর ফরাসি দূতাবাসকে জানানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।