হিমালয়ে তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০

মাথাভাঙ্গা মনিটর: নেপালে হিমালয় পর্বতে তুষারঝড় ও তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ৩০ জনে দাঁড়িয়েছে। এর আগে এ ঘটনায় ১২ জন পর্বোতারোহী নিহত ও বহুজন নিখোঁজ হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। নেপালের মুসতাং এলাকায় থরুং লা পর্বত থেকে ফেরার পথে ভারি তুষারপাতের মুখে পড়ে পর্বতারোহীদের একটি দল। নিহতদের মধ্যে ৮ জন নেপালি, ২ জন পোলিশ ও ২ জন ইসরায়েলি নাগরিক রয়েছেন। এছাড়াও কানাডা, স্লোভাকিয়া ও ভারতীয়সহ স্থানীয় অধিবাসীরাও রয়েছেন। প্রায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছে। ওদিকে মঙ্গলবার আরেক ঘটনায় তুষারধসে তিন নেপালি কৃষকের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় হুদহুদের কারণে অপ্রত্যাশিত তুষারপাত হয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় চলতি সপ্তার শুরুর দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় আঘাত হানে। পরে এটি নেপাল হয়ে চীনের দিকে ধাবিত হয় বলে উপগ্রহে চিত্রে দেখা গেছে।