হায়রে ডাকঘর!

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি উপজেলা পোস্টঅফিস, ৩টি সাব-অফিস ও ১৯টি শাখা পোস্টঅফিস রয়েছে। ১৯টি শাখা পোস্টঅফিসে একজন পোস্টমাস্টার, একজন বিলিকারী ও একজন রানার সর্বমোট ৩ জন করে নির্দিষ্ট সম্মানির ভিত্তিতে প্রতিদিন ৩/৪ ঘণ্টা কাজ করে থাকেন বলে কুষ্টিয়ার প্রধান ডাকঘরসূত্রে জানা গেছে। কিন্তু উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা শাখা পোস্টঅফিসে গিয়ে দেখা গেলো ভিন্ন চিত্র।

এলাকাবাসী জানায়, সেখানে আবুল কালাম লুডু নামে একজন দায়িত্বে থাকলেও ৫/৬ মাস যাবত তিনি অফিসে আসেন না। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় পোস্টঅফিসটিকে ঘাস ও লতাপাতায় ঘিরে ফেলেছে। গত কয়েক মাসে সেখানে কোনো মানুষ যাওয়া-আসার পদচিহ্ন না পাওয়া গেলেও ভেড়ামারা উপবিভাগের পোস্টঅফিস পরিদর্শক অলক কুমার বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি দাবি করেন সবগুলো শাখা অফিস চালু আছে এবং নিয়মিত সেখানে কাজ হয়।