হাসপাতাল থেকে নির্ঘাত হারাতে বসেছিলো শিশু রিমি

 

স্টাফ রিপোর্টার: আর একটু হলেই তিন সাড়ে তিন বছরের শিশু রিমি নির্ঘাত হারিয়ে যেতো। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের সুবর্ণা ফার্মেসির মালিক আব্দুস সালামের বিশেষ পদক্ষেপে শিশু রিমি তার মায়ের কোল ফিরে পায়। শিশু কন্যাকে ফিরে পেয়ে মা শেফালীও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে।

শেফালির বেখেয়ালেই শিশু রিমি অন্যের পিছু নিয়ে হারাতে বসেছিলো। এ মন্তব্য করে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কলোনির মশিউর রহমানের স্ত্রী শেফালী খাতুন তার শিশুকন্যা রিমিকে ডাক্তার দেখানোর জন্য গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসে। টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ায়। এ সময় কোলে থাকা শিশু রিমিকে নামিয়ে দিলে সে অন্যের পিছু নিয়ে হাঁটতে শুরু করে। হাসপাতাল চত্বর পেরিয়ে সে হাসপাতাল সড়কের মসজিদের পাশের রাস্তায় পৌঁছুলে ওষুধের দোকানি আব্দুস সালামের দৃষ্টিতে পড়ে। তিনি যেদিক থেকে শিশু হাঁটতে হাঁটতে এসেছে সেদিকে তথা হাসপাতালের দিকে নিলে দেখতে পান শিশুকন্যাকে তার মা খুঁজতে শুরু করেছে।