হাতি দিয়ে চাঁদাবাজি!

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরে বিভিন্ন স্থানে হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। সার্কাসের হাতি নিয়ে মাহুতরা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে,গাংনী উপজেলার বামন্দী বাজারে কয়েক দিনের মধ্যে শুরু হবে দি রওশন সার্কাস প্রদর্শনী। এলক্ষ্যে আগে থেকেই হাতি প্রেরণ করেছে কর্তৃপক্ষ। হাতির পিঠে চড়ে মাহুত আরিফ হোসেন বিভিন্ন গ্রাম ও শহরে ঘুরছেন। দোকান কিংবা বাড়ির সামনে হাতি নিয়ে হাজির হয়ে টাকা দাবি করছেন। ভয়ে অনেকেই ১শ টাকা থেকে ৫শ টাকা পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন। জানতে চাইলে মাহুত আরিফ হোসেন জানান,হাতির খাবার ক্রয়ের জন্য মানুষের কাছে সহযোগিতা নেয়া হচ্ছে। চাঁদাবাজি করা হচ্ছে না।