হাজি মো. মোজাম্মেল হককে এয়ার অ্যাম্বলেন্সে নেয়া হলো ব্যাংকক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য বঙ্গজ-তাল্লু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি মো. মোজাম্মেল হককে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেয়া হয়।
হাজি মো. মোজাম্মেল হক গত শুক্রবার ঢাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার বিকেল সেখান থেকেই নেয়া হয় বিমানবন্দরে। সাথে গেছেন স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে রফিকুল হক তাল্লু, মোজাম্মেল হকের নাতি ডা. মিতু। গতকালই ব্যাংককের উন্নতমানের বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রথমেই করা হবে এনজিওগ্রাম। হার্টের স্পন্দন স্বাভাবিক করাই এখন মূল চ্যালেঞ্জ। চিকিৎসকেরা এরকমই মন্তব্য করেছেন। হাজি মো. মোজাম্মেল হককে মূলত আশঙ্কাজনক অবস্থাতেই চিকিৎসাধীন রাখা হয়েছে। বয়সের ভারে তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তার আশু রোগমুক্তি কামানায় স্ত্রী, ছেলে মেয়েসহ পরিবারের সদস্যরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।