হাজি ওয়ালিউর রহমান মালিক টুল্লুর দাফন সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাজি ওয়ালিউর রহমান মালিক টুল্লুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পুরাতন গোরস্তান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই দাফন কাজ সম্পন্ন করা হয়। মরহুমের নামের জানাজায় সর্বস্তরের মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতি অঙ্গনের অনেকেই শরিক হন। তাদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, রাফিদ পোল্ট্রিফিডের পরিচালক আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা খুস্তার জামিল, আলী রেজা সজল, বিএনপি নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জাসদ নেতা তৈহিদ হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম প্রমুখ।

মরহুম হাজি ওয়ালিউর রহমান মালিক টুল্লুর স্মরণে আজ শুক্রবার বাদ আছর জিনতলা জামে মসজিদে (পুরুষ) এবং তার বাড়িতে (মহিলা) দোয়া মহাফিল অনুষ্ঠিত হবে। মরহুম হাজি টুল্লু মিয়া ২০০১ সালে বিএডিসির সহকারী পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। এছাড়া তিনি কয়েক দফা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

উল্লেখ্য, টুল্লু মিয়া ১ সেপ্টেম্বর দুপুরে ওজু করতে গিয়ে বাথরুমে জ্ঞান হারিয়ে পড়ে যান। এরপর ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে টানা ১ সপ্তাহ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত বুধবার দুপুরের মারা যান।