হাইকোর্টের আদেশে কুড়ুলগাছি ইউপি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন নাসির উদ্দীন

 

স্টাফ রিপোর্টার: পঞ্চম দফায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন বুইচিতলা গ্রামের নাসির উদ্দীন। প্রার্থিতা ফিরে পেয়ে তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দামুড়হুদার কুড়ুলগাছি ইউনয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বুইচিতলা গ্রামের নাসির উদ্দীন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নে ক্রুটি থাকায় আবেদনটি বাতিল করেন। পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থিতা ফিরে পেতে নাসির উদ্দীন আপিল করেন। আপিলেও প্রার্থিতা ফিরে না পেয়ে নাসির উদ্দীন গত ১৭ মে হাইকোর্টে ৫৮৪৬/১৬ নং রিট পিটিশন দাখিল করেন। শুনানি শেষে হাইকোর্টের বিচারক বিচারপতি জুবায়ের আহমেদ ও বিচারপতি মো. খায়রুজ্জামান নির্বাচনে নাসির উদ্দীনের মনোনয়নপত্র গ্রহণপূর্বক প্রতীক বরাদ্দের আদেশ দেন। হাইকোর্টের আদেশ পেয়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন গ্রহণপূর্বক প্রতীক বরাদ্দ দেন। নাসির উদ্দীনের পক্ষে রিটটি দাখিল করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ।

জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়ে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান হাইকোর্টের নির্দেশনা মেনে নাসির উদ্দীনের মনোনয়নপত্র গ্রহণ ও তালা প্রতীক বরাদ্দ দেন। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।