হাঁপানিয়া ঈদগা মাঠে সন্ত্রাসী হামলায় নিহত জয়নাল আবেদীন হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি: গত ঈদুল আজহার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাঁপানিয়া গ্রামে আমবাগান লিজ দেয়াকে কেন্দ্র করে হামলায় নিহত জয়নাল আবেদীন হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম খানের নির্দেশে থানার এসআই টিপু সুলতান গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে হাঁপানিয়া গ্রামে অভিযান চালিয়ে জয়নাল হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- বড় হাঁপানিয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে কামু (৩০), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিলন আলী।
উল্লেখ্য, হামলায় জয়নাল আবেদীনসহ ২৩ জন আহত হন। জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দু দিন মৃত্যুর সাথে লড়ে মারা যান। এ ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাদী হয়ে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি সদস্য ইন্তাদুলসহ ২৮ জনের নামসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে আলমডাঙ্গা থানায় মামলায় দায়ের করেন। এই মামলায় ইতঃপূর্বে ৯ জনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।