হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যা মামলায় চার্জ গঠন

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুক হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালতে ৩৮৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। গতকাল বুধবার শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মো. নবাবুর রহমান চার্জ গঠন করেন।

আদালতসূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসেন সাইদীর সাজা হয়। এরপর জামায়াতে শিবির হরিণাকুণ্ডুকে তাণ্ডব শুরু করে। ৩ মার্চ সকালে কনস্টেবল গাজী ওমর ফারুক উপজেলা পরিষদে ডিউটি করছিলেন। এ সময় ৪-৫ হাজার জামায়াত-শিবিরে লোক পুলিশের ওপর হামলা করে। কর্তব্যরত পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুককে কুপিয়ে হত্যা করে।

হরিণাকুণ্ডু থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে হরিণাকুণ্ডু থানার তৎকালীন ওসি মহিবুল ইসলাম ৩৮৪ জন আসামির বিরুদ্ধে ২০১৪ সালের ৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।