হরিণাকুণ্ডুতে পল্লী বিদ্যুতের তার ছিড়ে আগুন সপ্তাহকাল ধরে বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় এসএসসি পরীক্ষার্থীরা বিপাকে

 

স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডুর ভায়নাতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীনের বাড়িতে আগুন লাগে। এতে প্রায় সপ্তা ধরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে।

এলাকাসূত্রে জানা যায়, ভায়না উত্তরপাড়ায় বিদ্যুতের পোলের দূরত্ব নির্দিষ্ট পরিমাপের চেয়ে বেশি হওয়ায় ঝুলে থাকা তারে নেগেটিভ পজেটিভ একত্রিত হয়ে মাঝে মধ্যেই আগুনের ঝিলিক দেখা যেতো। এ ঘটনার দশ দিন আগেই এলাকাবাসী পল্লী বিদ্যুত কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। কিন্তু  সংবাদ পাওয়ার পরও নির্দিষ্ট সময়ে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ তাদের সেবা প্রদান করেনি। পরবর্তীতে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। পুড়ে যায় একটি গোয়ালঘর। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুন লাগার একদিন পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সংক্ষুব্ধ মহল্লাবাসী পল্লী বিদুত্যের লোকদের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। কিন্তু পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ একজন স্টাফ লাঞ্ছিত হওয়ার অভিযোগ আনে। এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট মহল্লাটি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। যার প্রধান শিকার চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীসহ বিদ্যুত নির্ভর সাধারণ নাগরিকবৃন্দ। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মহল্লাবাসী দুঃখ প্রকাশসহ বিনয় করেও মন গলাতে পারেনি পল্লী বিদ্যুতের স্টাফদের। পূনরায় বিদ্যুত সংযোগ চালুর জন্য অবশেষে ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু গতকাল তার নিজ গ্রাম ভায়নাতে এসে বিষয়টির বাস্তবতা উপলব্ধি করে দ্রুত বিদ্যুত সংযোগের আশ্বাস দেন।