হত্যা মামলা তুলে নেয়ার দাবিতে আলমডাঙ্গায় আসামিপক্ষের সমাবেশ

আলমডাঙ্গা ব্যুরো: হত্যা মামলা তুলে নেয়ার দাবিতে আলমডাঙ্গার ওসমানপুর বাজারে সমাবেশ করেছে আসামিপক্ষ। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই সমাবেশে হত্যা মামলার ৭ আসামি মিলে তাদের পক্ষে লোকজন জড়ো করে। হত্যা মামলার বাদীকে চাপে রাখতেই তাদের এ অভিনব সমাবেশ ছিলো বলে এলাকাবাসী মন্তব্য করেছেন।

জানা গেছে, আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের আসাদুজ্জামানকে বিষাক্ত দ্রব্য খাইয়ে হত্যা করা হয়েছে দাবি করে  নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওসমানপুর গ্রামের তপুর ছেলে কামরুল, একই গ্রামের দাউদ গাইনের ছেলে সলেমান, নবীছদ্দীন মালিতার ছেলে কাবিল, মৃত রবজেল আলীর ছেলে হামিদ, লালু ফকিরের ছেলে লাভলু, হাসেম মণ্ডলের ছেলে ফরিদ ও মফে ফরায়েজীর ছেলে জাকারিয়াকে ওই মামলায় আসামি করা হয়। এ মামলার পর রেহানা বেগম আসামিদের অব্যাহত হুমকির মুখে এলাকা ছেড়ে কুষ্টিয়াতে অবস্থান নেয়। এরই এক পর্যায়ে আসামিদের পক্ষ মামলা তুলে নেয়ার দাবি জানিয়ে আসছিলো। গতকাল সোমবার বিকেলে মামলা তুলে নিতে তারা আলমডাঙ্গার ওসমানপুর বাজারের এক সমাবেশ করে। সমাবেশে হত্যা মামলাটি মিথ্যা উল্লেখ করে তা তুলে নেয়ার দাবি জানানো হয়। এদিকে এ সমাবেশের পর রেহানা বেগমের পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে বলে জানা যায়।