হংকংয়ে আবার রাস্তায় গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা

মাথাভাঙ্গা মনিটর: হংকংয়ে গতবছর বড় ধরনের সমাবেশের পর আবারো রাস্তায় নেমে এসেছে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা হংকংয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিক্ষোভকারীদের কবলমুক্ত রাখতে বেশকিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা এবার বিভিন্ন ভবন দখল করা কিংবা শহরের জীবনযাত্রা অচল করার পরিকল্পনা করছে না বলেই শোনা যাচ্ছে। গত বছর অকুপাইয়ের বিক্ষোভে হংকংয়ের প্রধান নির্বাহীর জন্য পুরো গণতান্ত্রিক নির্বাচনের ডাক দেয়া হয়েছিলো। চীন ২০১৭ সালে হংকংকে সরাসরি নির্বাচন করতে দেয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনী প্রার্থী বেইজিংয়ের পছন্দ অনুযায়ী বাছাইয়ের নিয়ম চালু করে। এর প্রতিবাদেই বিক্ষোভ করছে হংকং এর গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা। শহরজুড়ে বিক্ষোভ করেছে প্রায় ৩ হাজার মানুষ। বিক্ষোভ ঠেকাতে মোতায়েন হয় প্রায় ২ হাজার পুলিশ কর্মকর্তা। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতেই ছিলো রাজনৈতিক প্রচারাভিযানের প্রতীক হলুদ ছাতা। এর আগে গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নামে লাখ বিক্ষোভকারী। সে সময় পুলিশের সাথে তাদের সহিংস সংঘর্ষ হয়। পরে ডিসেম্বরে বিক্ষোভকারীদের মূল শিবিরটি গুঁড়িয়ে দেয় পুলিশ।