সড়ক দুর্ঘটনারোধে চুয়াডাঙ্গা হায়দারপুরের বাঁকা রাস্তাটির সম্প্রসারণের দাবি

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের হায়দারপুর তালবাগানের ব্যাকের নিকট রাস্তাটি ভেঙে ও পিচের দু পাশের মাটি সরে মারণ ফাঁদে পরিণত হয়েছে। যেন দেখার কেউ নেই। অবিলম্বে রাস্তাটি মেরামতসহ সম্প্রসারণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর ক্ষোভের সাথে জানাই চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের হায়দারপুর তালবাগানের নিকট বাকা রাস্তাটির দু পাশে মাটি সরে প্রায় ৩ ফুট গভীর হয়ে যাওয়ায় বাস, ট্রাক, আলমসাধুসহ সকল যানবাহন দ্রুত গতিতে চালানোর সময় প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে। এ ব্যাপারে হায়দারপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বলেন, একই স্থানে কয়েক বছরে প্রায় ১০ জন মানুষ সড়ক দুর্ঘটনার ফলে মারা গিয়েছে। সে সময় জনপ্রতিনিধিসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগণ ব্যাক জায়গার রাস্তাটির পাশে সম্প্রসারণ ও মেরামত করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত ব্যবস্থা নেয়া হয়নি। মানুষ মরলে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে শান্তনা দেয়া আর সময় পার হলে কর্তা বাবুদের আর মনে থাকে না। এর কারন কি? আর কতো রক্ত ঝরলে কর্তা বাবুদের মনে দাগ কাটবে রাস্তাটি মেরামত ও সম্প্রসারণের কথা? অবিলম্বে তালবাগানের নিকট ব্যাক রাস্তাটি মেরামত ও সম্প্রসারণের দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।