স্বেচ্ছাশ্রমে চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডি ১১৫ কি.মি রাস্তার দু ধারে লাগিয়েছেন ৫৬ হাজার ২০৫ তালবীজ

আলমডাঙ্গা ব্যুরো: বিনা অর্থ ব্যয়ে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে দীর্ঘ ১১৫.৪৩০ কিলোমিটার রাস্তার দু ধারে ৫৬ হাজার ২০৫টি তালবীজ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশলীর দফতর এলজিইডি।
জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭ ইউনিয়নের ১৫টি রাস্তায় কোনো অর্থ ব্যয় ছাড়ায় শুধুমাত্র স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় ১শ সাড়ে ১৫ কিলোমিটার রাস্তার দুধারে ৫৬ হাজার ২০৫টি তালের বীজ রোপণ করা হয়েছে। আরইআরএমপি-২ ও এলসিএস প্রজেক্টের মহিলাকর্মীদের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশলীর দফতর (এলজিইডি) এ তালবীজ রোপণ করা হয়। গত ১৭ আগস্ট থেকে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ তালবীজ রোপণ অভিযান অব্যাহত ছিলো। দৈনন্দিন কাজ শেষে সদর উপজেলায় কর্মরত আরইআরএমপি-২ ও এলসিএস মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কোনো অর্থ ছাড়াই তালের বীচ সংগ্রহ করেন এবং প্রতিদিন একটা নিদিষ্ট সময়ে রাস্তার দু ধারে সারিবদ্ধভাবে তা রোপণ করেন। এভাবে গত প্রায় এক মাসে ১শ সাড়ে ১৫ কিলোমিটার রাস্তায় ৫৬ হাজার ২০৫টি তালের বীজ রোপণ করা সম্ভব হয়। এই কার্যক্রম এ বছর যতোদিন তালবীজ পাওয়া যাবে ততোদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডির কমিউনিটি অর্গানাইজার হারুন অর রশীদ। তিনি এ বৃক্ষরোপণ অভিযান তত্ত্বাবধান করছেন। তিনি আরও জানান, এ বছর ১২৫ কিলোমিটারের অধিক রাস্তায় ৬০ হাজারের বেশি বীজ লাগানো সম্ভব হবে। আরেক সুপারভা নাসিন হোসেন বলেন, এভাবে আগামী দুই বছর তালের বীজ লাগালে চুয়াডাঙ্গা সদর উপজেলার এলজিইডির সমস্ত রাস্তায় তালের বীজ লাগানো সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। বদরগঞ্জ থেকে আন্দুলবাড়ীয় জিসি পর্যন্ত প্রায় ১২ কি.মি. রাস্তায় ৯ হাজার ২০৫, সরোজগঞ্জ জিসি থেকে হিজলগাড়ী জিসি রাস্তা পর্যন্ত প্রায় ১৪ কি.মি. রাস্তায় ৩ হাজার ২৬৪, ডিঙ্গেদহ জিসি থেকে দর্শনা সদর প্রায় ১৫ কি.মি. রাস্তায় ৬ হাজার ১৬৮, হিজলগাড়ী আরএন্ডএইচ থেকে উথলী আরএন্ডএইচ পর্যন্ত প্রায় ৮ কি.মি. রাস্তায় ৭৮০, ডিঙ্গেদহ শঙ্করচন্দ্র থেকে বড় সলুয়া পর্যন্ত ৮ কি.মি. রাস্তায় ৩ হাজার ৫৭০, আলোকদিয়া ইউপি থেকে পিরপুর ফেরীঘাট-দামড়হুদা জিসি পর্যন্ত রাস্তায় ৬ কি.মি. রাস্তায় ৬ হাজার ২৮০, নীলমনিগঞ্জ জিসি থেকে ডিঙ্গেদহ জিসি পর্যন্ত ১১ হাজার ৭শ কি.মি. রাস্তায় ৭ হাজার ৮২০, বোয়ালিয়া জিসিআর থেকে কুতুবপুর ভায়া মোহাম্মদ জুম্মা পর্যন্ত প্রায় ৪ কি.মি. রাস্তায় ১ হাজার ২৯৫, সম্ভুনগর-সাহেবনগর প্রায় ৩ কি.মি. রাস্তায় ১ হাজার ৫২০, সরোজগঞ্জ জিসি থেকে আলমডাঙ্গা রাস্তা পর্যন্ত ৬ কি.মি. রাস্তায় ৩ হাজার ২২০, খাজুরা মোড় থেকে গোপালনগর রাস্তা পর্যন্ত ২.৭ কি.মি. রাস্তায় ২ হাজার ১০, নীলমনিগঞ্জ-কুলচরা মোড় পর্যন্ত ৫ দশমিক ৮ কি.মি. রাস্তায় ২ হাজার ৫শ, সড়াবাড়ীয়া বাজার থেকে তিতুদহ ইউপি পর্যন্ত ৭.২ কি.মি. রাস্তার ৩ হাজার ২০, ভুলটিয়া আরএন্ডএইচ থেকে খাড়াগোদা পর্যন্ত ২.৬৫ কি.মি. রাস্তায় ১ হাজার ৫শ, ডিঙ্গেদহ-মাখালডাঙ্গা রাস্তা ১০.১৫ কি.মি. রাস্তায় ৪ হাজার ৫০টি তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী ফজলুল হক জানান, কোনো অর্থ ব্যয় ছাড়ায় সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বৃক্ষরোপণের এ বৃহত কর্মসূচি সফল করা হয়েছে।